ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যেকোনো মূল্যে পরিচ্ছন্ন নগর ও দেশ গড়ে তোলা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
যেকোনো মূল্যে পরিচ্ছন্ন নগর ও দেশ গড়ে তোলা হবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকা থেকে আশপাশের সব ধরনের বিলবোর্ড, ব্যানার ও সাইনবোর্ড উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, সড়ক-মহাসড়কগুলোতে এসব অপ্রয়োজনীয় বিলবোর্ড এবং সাইনবোর্ডগুলো রাস্তাঘাটে বিশৃঙ্খলা ও যানজট সৃষ্টির অন্যতম কারণ। যা সরিয়ে যেকোনো মূল্যে পরিচ্ছন্ন নগর ও দেশ গড়ে তোলা হবে।
 
শনিবার (০২ জানুয়ারি) বিকেলে সেতুমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এ অভিযান শুরু করেন।

এ সময় মন্ত্রীর উপস্থিতিতে এবং তার দিক-নির্দেশনা অনুযায়ী মহাসড়কের দুইপাশে সাঁটানো শতাধিক রাজনৈতিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড উচ্ছেদ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।