ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ত্রি-রত্নের জয়-পরাজয়

এম.আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
ত্রি-রত্নের জয়-পরাজয়

ময়মনসিংহ : নিজেদের মধ্যকার গভীর সখ্যের কারণেই জেলার রাজনীতিতে দলীয় নেতা-কর্মীদের কাছে তারা পরিচিত ‘ত্রি-রত্ন’ হিসেবে। তারা তিনজনেই সরকার দলীয় সংসদ সদস্য।

বয়সে তরুণ এ সংসদ সদস্যদের দু’জন ফাহমি গোলন্দাজ বাবেল ও আনোয়ারুল আবেদিন তুহিন নিজ নিজ এলাকায় পৌর মেয়র পদে তাদের প্রার্থীকে জয়ী করে আনতে পেরেছেন।

শুধু হেরেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য শরীফ আহমেদ। প্রার্থী মনোনয়নে ভুল করার কারণেই আওয়ামী লীগের দখলে থাকা এ পৌর মেয়র পদটি এবার চলে গেছে বিএনপি’র কব্জায়। পৌর নির্বাচনে ভোটের ফলের পর এ ত্রি-রত্নের জয়-পরাজয় আলোচিত হয়ে উঠেছে জেলার রাজনৈতিক অঙ্গণে।

তারুণ্যের কাছে ‘ফ্যাশন আইকন’ হিসেবে পরিচিতি ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল। প্রথমবার ভোটে দাঁড়িয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান হন তিনি। দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হয়ে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসন থেকে রেকর্ড সংখ্যক ভোটে হন সংসদ সদস্য।

বেশ কয়েকবারের সংসদ সদস্য প্রয়াত বাবা আলতাফ হোসেন গোলন্দাজের এ উত্তরসুরী’র নামের পাশে এবার জুটেছে ‘মডেল এমপি’র তকমা।

৩০ ডিসেম্বরের পৌরসভা নির্বাচনে ময়মনসিংহের ৯ টি পৌরসভার মধ্যে শুধু গফরগাঁও পৌরসভা নির্বাচনেই সবচেয়ে কম ভোট পেয়েছে বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ আব্দুলাহ আল মামুন।

আওয়ামী লীগের বিজয়ী মেয়র প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এস.এম.ইকবাল হোসেন সুমনের ১২ হাজার ৭৫৫ ভোটের বিপরীতে তিনি পেয়েছেন সাকুল্যে ৫৮৯ ভোট।

এর আগে উপজেলা পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগ দলীয় প্রার্থীকে বিজয়ী করে এনেছিলেন তিনি। ফলে গফরগাঁওয়ে এখন সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও মেয়র সবই আওয়ামী লীগের পকেটে। নিজ নির্বাচনী এলাকাতেও নিরঙ্কুশ আধিপত্য ধরে রেখেছেন ফাহমি গোলন্দাজ বাবেল।

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সরকার দলীয় সংসদ সদস্য তুহিনও নিজের পৌরসভা নির্বাচনে জিতিয়ে এনেছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন ভূঁইয়াকে। এ পৌরসভায় মেয়র ছিলেন বিএনপি’র প্রার্থী এ.এফ.এম.আজিজুল ইসলাম পিকুল। নিজের প্রার্থীর জয়লাভের পর ফেসবুকেও উচ্ছ্বাস প্রকাশ করেন এমপি তুহিন।

ত্রি-রত্নের মধ্যে একজন অবশ্য এ পৌরসভা নির্বাচনে নিজের প্রার্থীকে জিতিয়ে আনতে পারেননি। তিনি ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য শরীফ আহমেদ। তার মনোনীত প্রার্থী শশধর সেন হেরে গেছেন ভোটযুদ্ধে। অথচ এ পৌরসভায় আওয়ামী লীগ দলীয় মেয়র ছিলেন মো: শাহাজাহান।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৫
জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।