ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেঁকে বসছে কুয়াশাও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
মাদারীপুরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেঁকে বসছে কুয়াশাও কুয়াশায় ঢাকা

মাদারীপুর: ঘন কুয়াশা বিরাজ করছে চারপাশে। মধ্যরাত থেকেই দেশের অন্যান্য স্থানের মতো মাদারীপুরেও পড়তে শুরু করে কুয়াশা।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেন কুয়াশার পরিমাণও বাড়ছে। জেলার পথ-ঘাট ঢাকা পড়ছে ঘন কুয়াশায়। স্বল্প দূরত্বেও প্রায় কিছু দেখা যাচ্ছে না।

এদিকে কুয়াশার কারণে এক্সপ্রেসওয়েসহ জেলার সড়কগুলোতে যানবাহন চলাচল অনেকটাই বিঘ্নিত হচ্ছে। হেড লাইট জ্বালিয়েও দিক নির্ণয় করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন যানবাহন চালকেরা। সড়ক-মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন।  

জানা গেছে, গত কয়েকদিন ধরেই শীতের তীব্রতা বেড়েছে। একই সঙ্গে ভোর থেকে কুয়াশায় ঢাকা পড়ছে জনপদ। মাদারীপুর জেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদ-নদীর চরাঞ্চলে দুর্ভোগ বেড়েছে মানুষের। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে নদী পাড়ের মানুষেরা।  

এদিকে জেলার শিবচরের এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলে ধীর গতি রয়েছে বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে। কুয়াশার কারণে সব পরিবহনই হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে। এছাড়া শীত ও কুয়াশার কারণে সড়কে সাধারণ মানুষের উপস্থিতি কম থাকায় ছোট পরিবহনে যাত্রী সংকট রয়েছে।  

পরিবহন চালক মো. কাশেম বলেন, 'ভোর থেকেই প্রচুর কুয়াশা। সড়কে সামান্য দূরের কিছু দেখা যাচ্ছে না। হেড লাইট জ্বালিয়ে ধীর গতিতে গাড়ি চালাতে হচ্ছে। '

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, ভোরে মহাসড়কে যানবাহন চলাচল কিছুটা কম এখন। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে এবং গতি কমিয়ে যানবাহন চলাচল করছে। হাইওয়ে পুলিশ মহাসড়কে দায়িত্ব পালন করছে। '

এদিকে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সূর্যের দেখা মিলেনি।  

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।