ঢাকা: রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদককারবারি মো. বাবুল ওরফে স্বর্ণকার বাবুকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সবুজবাগ থানাধীন ওহাব কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সবুজবাগ থানা সূত্রে জানা যায়, এক ব্যক্তি ওহাব কলোনি এলাকায় ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছেন এমন গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় বাবুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিএমপির সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ইয়াবা বেচাকেনার উদ্দেশে বাবুল তার হেফাজতে রেখেছিল। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সবুজবাগসহ রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রি করতেন।
প্রসঙ্গত, মাদককারবারি বাবুলের বিরুদ্ধে রাজধানীর সবুজবাগ, কদমতলী, রমনা মডেল ও শাহজাহানপুর থানায় ছয়টি মাদক মামলা রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
এজেডএস/আরআইএস