ময়মনসিংহ: ভারতীয় মিডিয়ায় হিন্দু নির্যাতনসহ নানা ধরনের মিথ্যা অভিযোগে তথ্য সন্ত্রাস চালানোর প্রতিবাদে নাগরিক সমাবেশ করেছে ময়মনসিংহ ফোরাম নামক একটি সংগঠন। এ সময় এসব তথ্য সন্ত্রাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আয়োজক সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ভারতীয় মিডিয়ায় তথ্য সন্ত্রাস এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে এই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে ময়মনসিংহের কবি, সাহিত্যিক, লেখক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
নাগরিক সমাবেশে বক্তারা বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে রাষ্ট্রীয় সর্ম্পক চায় না। তারা চায় আওয়ামী লীগের সঙ্গে সর্ম্পক। এ কারণেই বিগত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর তারা তথ্য সন্ত্রাস চালাচ্ছে। আমরা এই তথ্য সন্ত্রাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ সময় বক্তারা আরও বলেন, সম্প্রতি প্রকাশ্যে ইসকনের সন্ত্রাসী হামলায় আইনজীবী আলিফ হত্যার ঘটনা ঘটেছে। কিন্তু এ ঘটনার পর বাংলাদেশের মানুষ যে নিরবতা দেখিয়েছে, তা নজির বিহীন। আমরা মনে করি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এই নজির বাংলাদেশের শক্তি।
সমাবেশে বক্তব্য দেন- কবি সরকার আজিজ, এহসান হাবীব, মোস্তফা তারেক, ব্যবসায়ী নেতা তৌহিদুজ্জামান ছোটন, প্রিন্সিপাল এখলাছ উদ্দিন খান, প্রিন্সিপাল আশফাক, ডা. মাজহার খান, সাঈদ ইসলাম, কাজী নাসির মাসুম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
আরএ