ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে জামায়াতের উপজেলা আমির আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
সৈয়দপুরে জামায়াতের উপজেলা আমির আটক

নীলফামারী: জামায়াতে ইসলামী নীলফামারীর সৈয়দপুর উপজেলা আমির ও জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিমকে আটক করেছে পুলিশ।  

বুধবার (৩১ জুলাই) দুপুর আড়াইটার দিকে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মুন্সিপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবিব ও মাসুদসহ সঙ্গীয় ফোর্স গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করেছে। কোনো মামলায় বা কী কারণে তাকে আটক করা হয়েছে এ ব্যাপারে জানতে একাধিক বার যোগাযোগ করা হলেও কোনো তথ্য জানায়নি থানা।  

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলমসহ অন্য কর্মকর্তারা কেউ কল রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।