ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে শিক্ষার্থীদের অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে শিক্ষার্থীদের অবস্থান

নারায়ণগঞ্জ: জেলায় কোটা সংস্কারের দাবিতে ও পুলিশের সঙ্গে সংঘর্ষে দেশব্যাপী ৬ শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে শিমরাইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেন।

এ সময় কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুলের শিক্ষার্থীরাও এই আন্দোলনে অংশ নেন।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুরোপুরি বন্ধ হয়ে গেছে যান চলাচল।

এর আগে গতকাল দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশব্যাপী পুলিশের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘাতের ঘটনায় রাতে দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন ছাত্ররা।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।