ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিএনপি কার্যালয়ের আশপাশে বসছে ৬০টির বেশি সিসি ক্যামেরা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
বিএনপি কার্যালয়ের আশপাশে বসছে ৬০টির বেশি সিসি ক্যামেরা 

ঢাকা: গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও পল্টনের আশপাশের এলাকায় ৬০টির বেশি উচ্চক্ষমতা সম্পন্ন ক্লোজ সার্কিট (সিসি) টিভি ক্যামেরা স্থাপন করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) 

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল থেকে পল্টন ও এর আশপাশ এলাকায় এসব সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়।

ডিএমপি সূত্র জানায়, চলমান রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে ডিএমপি।

ডিএমপির কেন্দ্রীয় পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে ক্যামেরাগুলো থেকে পাওয়া ফুটেজ বিশ্লেষণ করা হবে।  

শুক্রবার পল্টনের নাইটিঙ্গেল মোড়ে সরেজমিনে দেখা যায়, বেসরকারি একটি প্রযুক্তি প্রতিষ্ঠান ডিএমপির পক্ষ থেকে এসব ক্লোড সার্কিট (সিসি) টিভি ক্যামেরা স্থাপন করছে।  

এ বিষয়ে বৃহস্পতিবার ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, সমাবেশের দিন পুলিশের সর্বোচ্চ ফোর্স মাঠে থাকবে। কোনো ধরনের দাঙ্গা, হাঙ্গামা হলে পুলিশ তা দমন করবে। কোনো দল ঝুঁকি নিলে পুলিশও ঝুঁকি নেবে। সমাবেশস্থলে সিসি ক্যামেরা ও ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে। গোয়েন্দারা সরাসরি ক্যামেরা নিয়ে মাঠে থাকবেন।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
এসজেএ/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।