ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা, সতর্ক পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা, সতর্ক পুলিশ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বিএনপি ও আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে একেবারে ফাঁকা হয়ে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি।

শনিবার (২৯ জুলাই) সকাল থেকে মহাসড়কের সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

দুই দলের কর্মসূচিকে ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ৷ সকাল থেকে মহাসড়কের সাইনবোর্ড ও মুক্তি সরণীতে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

এর আগে রাতে শনিবার সকাল ১১ টা থেকে ৪ টা পর্যন্ত বিএনপি ও আওয়ামী লীগের পক্ষ থেকে মহাসড়কের ঢাকার প্রবেশ পথে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। আওয়ামী লীগ সাইনবোর্ড ও বিএনপি চিটাগাং রোডের মুক্তি সরণীতে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু জানান, জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশ সতর্ক রয়েছে। কোনো 

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
এমআরপি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।