ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে আহত ২৫

গোপালগঞ্জ: গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ইট বোঝাই ট্রাকের সংঘর্ষে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর থেকে ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি ইট বোঝাই ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে বাসের ২৫ যাত্রী আহত হন।  

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কাশিয়ানী থানার ওসি ফিরোজ আলম জানিয়েছেন, একটি যাত্রীবাহী বাস ও ইট বোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের কাশিয়ানী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।