ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৯০ কেজি গাঁজাসহ ২ মাদককারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
৯০ কেজি গাঁজাসহ ২ মাদককারবারি আটক

বাগেরহাট: বাগেরহাটে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৫) জুন রাতে বাগেরহাট উপজেলা সদরে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

 

এসময় তাদের ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান থেকে ৯০ কেজি গাঁজা জব্দ করা হয়।  

আটকরা হলেন - কুমিল্লা জেলা সদরের মো. ফয়সাল মিয়া (২৭) ও মো. জাহাঙ্গির আলম (৩৮)। তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক বাগেরহাট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

সোমবার (২৬ জুন) দুপুরে র‌্যাব-০৬ খুলনার মিডিয়া অফিসার তারেক আমান বান্না প্রেরিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব-০৬ খুলনার মিডিয়া অফিসার তারেক আমান বান্না বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাগেরহাট থেকে বিপুল পরিমাণ মাদক চোরাচালান হবে। অভিযান চালিয়ে সংবাদের সত্যতা পাওয়া যায়। দুই মাদক কারবারি আটক করতে সক্ষম হই। ঈদ উপলক্ষে তারা এই গাঁজা ছোট মাদক কারবারিদের কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন।

বাংলাদেশ  সময়: ১৩২১ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।