ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
জয়পুরহাটে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত 

জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মালিপাড়ায় ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন একজন।

 

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ক্ষেতলাল পৌরসভার ইটাখোলা এলাকার অটোরিকশাচালক আমজাদ হোসেন (৫০), রইচ উদ্দীন বুলবুলের স্ত্রী শাহনাজ পারভীন (২৮), জয়পুরহাটের বুলুপাড়া এলাকার ফেরদৌসের স্ত্রী এবং ক্ষেতলাল বিআরডিবি অফিসের সহকারী মাঠ কর্মকর্তা সাহিনুর বেগম (৩৮), পৌর এলাকার শাখারুঞ্জু চৌধুরীপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে নাফিস হোসেন (২২) ও উপজেলার নশিরপুর গ্রামের পূর্বপাড়া জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম (৬০)। সিরাজুল ইসলামের গ্রামের বাড়ি নওগাঁর ধামুরহাট উপজেলায়।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম বলেন, জয়পুরহাট থেকে যাত্রী নিয়ে ক্ষেতলাল শহরে যাওয়ার পথে অটোরিকশাটি এ দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যান। আরও একজন আহত হয়ে হাসপাতালে আছেন। পাঁচজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছেন। পরে ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।