ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাবেক এমপি জজ মিয়া আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
সাবেক এমপি জজ মিয়া আর নেই জজ মিয়া

ময়মনসিংহ: বার্ধক্যজনিত কারণে ময়মনসিংহ গফরগাঁওয়ের সাবেক দুই বারের এমপি এনামুল হক জজ মিয়া মারা গেছেন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১১ জানুয়ারি) ভোররাতে সালটিয়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে সরকারের দেওয়া আশ্রয়ন প্রকল্পের ঘরে তিনি মারা যান।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবিদুর রহমান এ তথ‍্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জজ মিয়ার জানাজার নামাজের সময় পরে জানানো হবে।

সূত্র জানায়, জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের পালিত মেয়ে নাজুকে ১৯৭২ সালে বিয়ে করেন এনামুল হক জজ। পরে ১৯৮৩ ও ১৯৮৬ সালে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসন থেকে জাতীয় পার্টির হয়ে দু’বার সংসদ সদস্য হন তিনি।

বর্তমানে তিনি তৃতীয় স্ত্রী রুমা, ১০ বছরের ছেলে নুরে এলাহীকে নিয়ে আশ্রয়ন প্রকল্পের ঘরে বসবাস করতেন। প্রথম স্ত্রী নাজু এক মেয়েকে নিয়ে আমেরিকায় থাকেন। দ্বিতীয় স্ত্রী নাছিমা হক ঢাকার পুরানা পল্টন ও মিরপুর কাজী পাড়ায় দুই সন্তান নিয়ে দুটি বাড়িতে থাকেন।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।