ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফল বিক্রেতার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফল বিক্রেতার

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদীন (৪৭) নামে এক ফল বিক্রেতা নিহত হয়েছেন।

সোমবার (২৬ ডিসেম্বর) দিনগত রাতে দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মেয়ের জামাই আব্দুর রহমান জানান, তার বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার চরবয়রা গ্রামে। বর্তমানে কাজলা বউবাজার এলাকায় পরিবার নিয়ে থাকতেন। ভ্যানে করে ফল বিক্রি করতেন তিনি। রাতে কাজ শেষ করে ভ্যান নিয়ে বাসায় ফেরার সময় যাত্রাবাড়ী থানার পেছনে ডেমরা রোডে দুর্ঘটনার শিকার হন বলে জানতে পেরেছি।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে যাত্রাবাড়ী থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সালমান রহমান জানান, রাতে যাত্রাবাড়ী থানাধীন ডেমরা রোডের ফলের আড়তের সামনে ভ্যান চালিয়ে যাওয়ার সময় কোনো একটি যানবাহন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি জানান, আশেপাশের কেউ ওই যানবাহন সম্পর্কে কিছু জানাতে পারেনি। তবে আমরা আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। আর ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।