ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

ঢাকা: আলোচিত কুড়িগ্রামে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে ১০টির বেশি মামলার দীর্ঘদিনের পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জালাল গাজি ওরফে পলাশ গাজিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

সোমবার (২৬ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, একই পরিবারের চার জনকে কুপিয়ে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে ১০টির বেশি মামলার পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জালাল গাজি ওরফে পলাশ গাজিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এমএমআই/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।