ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
শিবগঞ্জে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অজ্ঞাতপরিচয় (১২) এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের এক বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিশ্চিন্তপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর গলাকাটা মরদেহ দেখে স্থানীয়রা পুলিশের খবর দেয় ৷ পরে পুলিশ এসে শিশুটির মরদেহ উদ্ধার করে ৷ নিহতের পরনে ছিল জিন্স প্যান্ট এবং জ্যাকেট। কি কারণে এবং কারা তাকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।  

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনজুরুল আলম জানান, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া নিহত শিশুর পরিচয় জানতে পুলিশর টিম কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।