ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে গাঁজা-হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
মোহাম্মদপুরে গাঁজা-হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থেকে গাঁজা ও হেরোইনসহ নাদিম ওরফে বেজী নাদিম নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।

সোমবার (২৬ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

রোববার (২৫ ডিসেম্বর) মোহাম্মদপুর বাবর রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান বলেন, গোপন সংবাদে জানা যায়, এক মাদক কারবারি মাদক বিক্রির জন্য বাবর রোড এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে নাদিমকে তিন কেজি গাঁজা ও ৩০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।