ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে সৈয়দ আশরাফের ম্যুরাল ও ভবন উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
কটিয়াদীতে সৈয়দ আশরাফের ম্যুরাল ও ভবন উদ্বোধন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণে নির্মিত ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।  

রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার বোয়ালিয়া এলাকায় তাহেরা নূর হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ম্যুরালটি উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম।

 

একই সঙ্গে তাহেরা নূর হাই স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত আলহাজ্ব আসাদুজ্জামান একাডেমিক ভবনটিরও উদ্বোধন করেন মন্ত্রী মো. তাজুল ইসলাম।  

ম্যুরাল ও ভবনটির উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে তাহেরা নূর হাই স্কুল অ্যান্ড কলেজ।  

আওয়ামী লীগ নেতা ও তাহেরা নূর হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মঈনুজ্জামান অপুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম।

এছাড়া এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-কিশোরগঞ্জ–২ (পাকুন্দিয়া–কটিয়াদী) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ, কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খানজাদা শাহরিয়ার বিন মান্নান, কটিয়াদী পৌরসভার মেয়র শওকত উসমানসহ অনেকে।  

এসময় উপস্থিত ছিলেন-কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদত হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা ভিপি ছিদ্দিকুর রহমান ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদসহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।  

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২ 
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।