ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় অটোরিকশার ধাক্কায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
কুমিল্লায় অটোরিকশার ধাক্কায় ব্যবসায়ী নিহত

কুমিল্লা: কুমিল্লায় অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (২৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে নগরীর ফৌজদারি এথনিকা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম আবু নাছের মুন্না ওরফে টমটম মুন্না। তিনি নগরীর কাপ্তানবাজার এলাকার মো. জুলফু মিয়ার ছেলে।

মুন্নার প্রতিবেশী রাকিব উদ্দিন বলেন, নগরীর কান্দিরপাড়ে মুন্না হার্ডওয়্যারের দোকান ছিল। দুপুরের খাওয়া ও বিশ্রাম শেষে তিনি দোকানের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে বাসা থেকে বের হন। ফৌজদারি এথনিকা স্কুলের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশায় ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যান মুন্না। এ সময় অটোরিকশাটির চাপায় মাথায় বেশ আঘাত পান তিনি। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ বলেন, দুর্ঘটনার বিষয়টি জানা ছিল না। খবর নেওয়ার চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।