ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে জামায়াতের ৭ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
কিশোরগঞ্জে জামায়াতের ৭ নেতাকর্মী গ্রেফতার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে গণমিছিল ও সমাবেশ থেকে ফেরার সময় জামায়াতের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) কিশেোরগঞ্জ জেলা শহরের জাহাঙ্গীর মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার নেতারা হলেন, অধ্যক্ষ আজিজুল ইসলাম, এরশাদ উদ্দিন, তাজুল ইসলাম, ওমর ফারুক, নূরুল ইসলাম বাবুল, হাবিবুর রহমান ও আবু সাঈদ।

জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী শনিবার সকালে জেলা শহরের মোরগ মহাল থেকে মিছিল বের করে জামায়াতে ইসলামী। মিছিলটি জেলা স্মরণি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সদস্য খালেদ হাসান জুম্মন, জেলা ছাত্র শিবিরের উত্তর শাখার সভাপতি মাহফুজুর রহমান, দক্ষিণ শাখার সভাপতি জুনায়েদ সাকি প্রমুখ।

কর্মসূচি পালন শেষে ফেরার পথে জাহাঙ্গীর মোড় এলাকা থেকে জামাতের সাত নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ বাংলানিউজকে জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।