ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ইয়াবা মামলায় আট মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
ইয়াবা মামলায় আট মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ঢাকা: নয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের মামলায় আট মাদক ব্যবসায়ীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
 
দণ্ডিতরা হলেন- জিন্নাত আলী, রওশন আক্তার রুবি, আলমগীর হোসেন, অরিফুল ইসলাম, তরিকুল ইসলাম, শহিদুল হোসেন, সোহেল ও হামিদুল ইসলাম।


 
আসামি জিন্নাত আলী, রওশন আক্তার রুবি ও আলমগীর হোসেনকে ১২ বছর করে কারাদণ্ড, ৫০ হাজার টাকা করে জরিমানা ও জরিমানা অনাদায়ে আরও ২ বছর করে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
 
অপর আসামি অরিফুল ইসলাম, তরিকুল ইসলাম, শহিদুল হোসেন, সোহেল ও হামিদুল ইসলামকে ৩ বছর করে কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা ও জরিমানা অনাদায়ে আরও ৩ মাস করে কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।
 
এছাড়া আসামিদের কাছে থেকে ইয়াবা বিক্রির ২৯ হাজার টাকা রাষ্ট্রের অনুকূলে জব্দ করা হয়েছে।
 
রোববার (৩১ জুলাই) ঢাকার বিশেষ দায়রা জজ ও পরিবেশ আপিল আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।
 
রায় ঘোষণার সময় আসামি জিন্নাত ও সোহেল আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামিরা জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
 
রায়ের আগে বিচারক চার্জশিটের ১৩ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ করেন।
 
২০১১ সালের ২৯ আগস্ট রাজধানীর শান্তিনগরের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধর করে র‌্যাব।
 
ওই ঘটনায় র‌্যাবের ডিএডি আজিরুল ইসলাম বাদী হয়ে পল্টন থানায় এ মামলা দায়ের করেছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।