ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

৬ বছরের সাজা মাথায় নিয়েই চালাচ্ছিলেন মাদকের কারবার, এবার হেরোইনসহ ধরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
৬ বছরের সাজা মাথায় নিয়েই চালাচ্ছিলেন মাদকের কারবার, এবার হেরোইনসহ ধরা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ছয় বছরের কারাদণ্ডপ্রাপ্ত বাবু শেখ (৪৫) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এসময় তার কাছ থেকে ৩২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।

 
 
মঙ্গলবার (৩ ডিসেম্বর) গভীররাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাদকপল্লী হিসেবে খ্যাত মাহমুদপুর মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  

সিরাজগঞ্জ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমীন বলেন, মঙ্গলবার রাতে যৌথবাহিনীর অভিযানে নিজ বাড়ি থেকে বাবু শেখকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৩২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। রাতেই তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। হেরোইন উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, গ্রেপ্তার বাবু ওই মহল্লার বাসিন্দা। তিনি সিরাজগঞ্জ পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। একটি মাদক মামলায় গত ৭ জুলাই সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা তাকে ছয় বছরের কারাদণ্ড দেন। এরপরও তিনি এলাকায় থেকে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।