ঢাকা: ইসলামী বিশ্ববিদ্যালয় ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যকারী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বের) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাজধানীর একটি রেস্টুরেন্টে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক করা হয়েছে অ্যাডভোকেট মো. ফরিদুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা আনছারী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাহেদুল ইসলাম কোয়েল।
সভায় ২০২৫-২৬ বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটিতে মো. হামিদুর রহমানকে কোষাধ্যক্ষ ও আব্দুল্লাহ আল মামুনকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
ইএস/এসআইএস