ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

বিরোধী বই লিখতে গিয়ে ডাচ এমপির ইসলামধর্ম গ্রহণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
বিরোধী বই লিখতে গিয়ে ডাচ এমপির ইসলামধর্ম গ্রহণ জোরাম ভ্যান ক্লাভেরেন

ইসলামবিরোধী বই লিখতে গিয়ে ইসলামের সৌন্দর্য ও সাম্য-নীতিতে মুগ্ধ হয়ে শেষ পর্যন্ত নিজেই মুসলিম হয়ে গেলেন নেদার‌ল্যান্ডের কট্টর ডানপন্থী সাবেক এমপি জোরাম ভ্যান ক্লাভেরেন (৩৯)।

২০১৮ সালের নভেম্বরে ইসলামধর্ম গ্রহণ করলেও ক্লাভেরেন আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করেন গত সোমবার (৪ ফেব্রুয়ারি)। সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় গণমাধ্যমকে বিষয়টি তিনি জানান।

নেদারল্যান্ডে মহানবীকে (সা.) অবমাননা করে কার্টুন ছাপানো নিয়ে বেশ আলোচনা-সমালোচনা তৈরি হওয়ার পর থেকে মূলত তিনি ইসলামধর্ম সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন। এরপর ব্যক্তিগত উদ্যোগে ইসলাম সম্পর্কে পড়াশোনা ও গবেষণার কাজ অব্যাহত রাখেন। শেষে ২০১৮ সালের নভেম্বরে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন।

ভ্যান ক্লাভেরেন দেশটির ফার-রাইট ফ্রিডম পার্টির (পিভিভি) এমপি হিসেবে ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত পার্লামেন্টে দায়িত্ব পালন করেন।

ক্লাভেরেন রাজনৈতিক অঙ্গনে ফার-রাইট ফ্রিডম পার্টির আরেক সাবেক এমপি আর্নড ভ্যান ডোর্নের পদাঙ্ক অনুসরণ করে থাকেন। জানা গেছে, ডোর্নও সম্প্রতি ইসলামধর্ম গ্রহণ করেছেন।

এর আগে নেদারল্যান্ডের কট্টর ডানপন্থী নেতা গির্ট ওয়াইল্ডার্স পার্লামেন্টে ইসলামবিরোধী ও বিতর্কিত কার্টুনের পক্ষে সাফাই গাইলে সাবেক এ দুই এমপি জোরালো প্রতিবাদ করেন। পরে ইসলাম সম্পর্কে জানতে তারা ব্যাপক পড়াশোনা করেন এবং পরে ইসলামধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন।

-ইসলাম নিউজ ও আলমুজতামা অবলম্বনে

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।