ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

সুসন্তান লাভে নবী-রাসুলদের দোয়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
সুসন্তান লাভে নবী-রাসুলদের দোয়া

পবিত্র কোরআনে সুসন্তান লাভের জন্য বিভিন্ন দোয়া বর্ণিত হয়েছে। এরমধ্যে অনেক দোয়া নবী-রাসুলরা করেছেন।

এমন কয়েকটি দোয়া নিম্নে তুলে ধরা হলো- 

*আল্লাহর নবী ইবরাহিম (আ.) সুসন্তানের জন্য দোয়া করেছেন। মহান আল্লাহ তাঁর দোয়া কবুল করে তাকে নেক সন্তান দান করেন।

দোয়াটি ছিল-

رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ

উচ্চারণ : রাব্বি হাবলি মিনাস সলেহিন।

অর্থ : হে আমার রব! আমাকে এক উত্তম সন্তান দান করুন। ’ (সুরা সাফফাত, আয়াত : ১০০)


* জাকারিয়া (আ.) বৃদ্ধ বয়সে সন্তান লাভের জন্য দোয়া করেছেন। তাঁর পঠিত দোয়াটি ছিল- 

رَبِّ هَبْ لِي مِن لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاء

উচ্চারণ : রাব্বি হাবলি মিল্লাদুনকা যুরিরয়্যাতান ত্বাইয়্যিবাহ, ইন্নাকা সামিউদ দুআ।

অর্থ : হে আমাদের রব! আপনার পক্ষ থেকে আমাকে উত্তম বংশধর দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী। ’ (সুরা : আলে ইমরান, আয়াত : ৩৮)।

* আল্লাহর প্রিয় বান্দাদের একটি গুণ হলো, তারা পুণ্যবান স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করেন।

তাদের পঠিত দোয়াটি হলো-

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

উচ্চারণ : রাব্বানা-হাবলানা-মিন্ আয্ওয়াজ্বিনা ওয়া যুররিয়্যা-তিনা-কুররাতা আ’ইয়ুন, ওয়া জা’আল্না-লিল মুত্তাকিনা ইমামা।

অর্থ : হে আমাদের প্রতিপালক, আমাদের জীবনসঙ্গীর পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান দান করুন এবং আমাদেরকে আল্লাহভীরুদের জন্যে আদর্শস্বরূপ দান করুন। (সুরা ফুরকান, আয়াত : ৭৪)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।