উচ্চারণ : বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ
অর্থ : আল্লাহর নামে তাঁর বরকতের প্রত্যাশায় শুরু করলাম।
সূত্র : রাসুলুল্লাহ (সা.) আবু বকর ও ওমর (রা.)-কে সঙ্গে নিয়ে আবুল হাইসাম (রা.)-এর বাড়িতে গেলেন।
(মিরকাতুল মাফাতিহ : ৮/১৫৪)। যদি খাবারের শুরুতে ‘বিসমিল্লাহ’ বলতে ভুলে যায়, তাহলে বলবে, ‘বিসমিল্লাহি ফি আওয়ালিহি ওয়া আখিরিহি। ’ (ইবনে মাজাহ, হাদিস : ৩২৬৪)
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
এএটি