ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে ‘হত্যার চেষ্টা’

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে ‘হত্যার চেষ্টা’

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানকে হত্যার চেষ্টা ব্যর্থ হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় শনিবার (৪ ডিসেম্বর) এরদোগানকে হত্যার চেষ্টা করা হয়।  

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ তুরস্কের এক জনসভায় এরদোগানোর ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগে বক্তৃতা মঞ্চের কাছ থেকে একটি বোমা উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের একটি গাড়ির নিচে বোমাটি রাখা ছিল।  

পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, এমন সময় এরদোগানকে হত্যাচেষ্টার খবর এলো, যখন কয়েক সপ্তাহে তুরস্কের অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। কয়েক দিনে বৈদেশিক মুদ্রার বিপরীতে দেশটির রাষ্ট্রীয় মুদ্রা লিরার ব্যাপক পতন হয় এবং জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে।

প্রেসিডেন্ট এরদোগান মনে করছেন, ব্যাংক ঋণে সুদের হার কমালে লিরার পতন ঠেকানো সম্ভব হবে। যদিও দেশটির অর্থনীতিবিদরা তার এই মতের পক্ষপাতী নন। তবে নতুন অর্থমন্ত্রী ব্যাংক ঋণে সুদের হার কমানোর পক্ষে কঠোর অবস্থান নিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।