ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

‘ভুল করে’ ১৩ শ্রমিককে গুলি করে হত্যা, উত্তপ্ত নাগাল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
‘ভুল করে’ ১৩ শ্রমিককে গুলি করে হত্যা, উত্তপ্ত নাগাল্যান্ড

সন্ত্রাসবাদী মনে করে ১৩ সাধারণ নাগরিককে গুলি করে হত্যা করেছে ভারতের নাগাল্যান্ডের নিরাপত্তা বাহিনী। নিহতরা সবাই কয়লা খনির শ্রমিক বলে জানা গেছে।

এই ঘটনায় উত্তপ্ত উত্তর-পূর্ব ভারতের রাজ্যটি।  

ঘটনায় বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

রোববার ভোরে ওই গুলির ঘটনা ঘটে মিয়ানমার সীমান্তের কাছে নাগাল্যান্ডের মন জেলার ওটিং-এ।  

ভারতের গণম্যাধ্যমগুলো জানাচ্ছে, ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। সেখানে নিরাপত্তা বাহিনীর ওপরে পালটা হামলা চালানোর অভিযোগ উঠেছে। উত্তেজিত জনতা নিরাপত্তা বাহিনীর দুটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।

ঘটনার পর নাগাল্যান্ডের প্রশাসন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সাধারণ জনগণকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী নেফিয়ু রিও।  

তিনি টুইট করে বলেছেন, দুর্ভাগ্যজনক ঘটনায় ওটিং-য়ে সাধারণ মানুষ নিহত হয়েছে। তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। উচ্চ স্তরের অফিসার ও আধিকারিকদের নিয়ে গঠিত কমিটি ঘটানার তদন্ত করবে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।