ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি আরবে ফের হুথিদের রকেট হামলা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
সৌদি আরবে ফের হুথিদের রকেট হামলা!

ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি সৌদি আরবের বিমানবন্দর ও আরামকো তেল স্থাপনায় ফের হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। 

গত ১৪ সেপ্টেম্বর হুথি বিদ্রোহীদের রকেট হামলায় আরামকো তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এতে সৌদি আরবের তেল উৎপাদন ব্যাপকভাবে ব্যহত হয়।

 

হুথি আন্দোলন সমর্থিত সেনাবাহিনী জানিয়েছে, সৌদি বিমান হামলার জবাবে তারা দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি বিমানবন্দর ও আরামকো তেলস্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে। এ খবর দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন।  

তিনি জানান, সৌদি আরবের জিজান, আবহা ও নাজরান প্রদেশের বিমানবন্দর, খামিস মুশাইত সামরিক ঘাঁটি এবং আরামকো তেল স্থাপনায় মোট ২৬টি রকেট হামলা চালানো হয়েছে ২৫ থেকে ৩০ জানুয়ারির মধ্যে।  

ইয়াহিয়া সারি বলেন, সৌদি আরবের বিমান হামলার জবাবে তাদের তেলস্থাপনা এবং সামরিকঘাঁটিগুলোতে হামলা চালানোর বিষয়ে কেন্দ্রীয় কমান্ডের পক্ষ থেকে সুস্পষ্ট দিকনির্দেশনা ছিল। ওইসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

তবে সৌদি আরবের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।