ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

জাকির নায়েককে ধরতে ইন্টারপোলের সহযোগিতা চায় ভারত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
জাকির নায়েককে ধরতে ইন্টারপোলের সহযোগিতা চায় ভারত জাকির নায়েক

ঢাকা: বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েককে ধরতে দ্বিতীয়বার গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) বিশেষ আদালত।

বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানরত জাকির নায়েককে ধরতে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে ভারত সরকার।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) এই অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

আদালতকে এজেন্সি জানিয়েছে এর আগে তিনবার সমন জারি করা হলেও জাকির নায়েক হাজির হতে ব্যর্থ হয়েছেন। এখন এই বিতর্কিত ব্যক্তিকে ফিরিয়ে আনতে প্রয়োজনে ইন্টারপোলের সাহায্য চেয়েছে ইনভেস্টিগেশন এজেন্সি।

এনআইএ গতবছর জাকিরের বিরুদ্ধে একটি মামলা করে তার বেআইনী কার্যক্রম প্রতিরোধে আইনের সহযোগিতা চায়।

ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি ড. জাকিরকে ধরতে গত সপ্তাহেও ভারতের একটি প্রাদেশিক আদালত অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। সেখানে তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আনা হয়।
 
এছাড়া গত বছর ঢাকার গুলশানে সন্ত্রাসী হামলার পর ৫১ বছর বয়সী এই ভারতীয় ধর্ম প্রচারক কৌশলে দেশ ত্যাগ করেন। কারন ঢাকার সন্ত্রাসীদের অনেকেই তার বক্তব্যে অনুপ্রাণিত ছিলো বলে অভিযোগ উঠে।

ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে শত্রুতা সৃষ্টির অপরাধে এনআইএ ড. জাকিরের সঙ্গে তার প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তাদের বিরুদ্ধেও একটি মামলা দায়ের করে।

জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ার নাগরিক হিসেবেই অবস্থান করছেন। পাঁচ বছর আগে তিনি সে দেশের নাগরিকত্ব নেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এমএন/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।