ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় প্রবেশে দরকার নেই করোনা টেস্টের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
ত্রিপুরায় প্রবেশে দরকার নেই করোনা টেস্টের

আগরতলা (ত্রিপুরা): আখাউড়া সীমান্ত দিয়ে ত্রিপুরা প্রবেশের সময় কোভিড পরীক্ষার প্রয়োজন নেই। ত্রিপুরা সরকারের পরিবার কল্যাণ দপ্তর একটি নোটিশ জারি করে এ কথা জানায়।

এই নোটিশে উল্লেখ করা হয় আগামী ১৬ মার্চ থেকে রাজ্যের এন্ট্রি পয়েন্টে সমস্ত যাত্রীদের স্ক্রীনিং ও পরীক্ষা প্রত্যাহার করা হবে। সাম্প্রতিককালে কোভিড প্রবণতা বিচার করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টের পাশাপাশি আগরতলার এমবিবি বিমানবন্দর, চুরাইবাড়ি আসাম সীমান্তে চেকপোস্ট এবং রেলওয়ে স্টেশনগুলির মাধ্যমেও রাজ্য প্রবেশের ক্ষেত্রে করোনা পরীক্ষার প্রয়োজন নেই বলেও উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।