ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় জাতীয় আইন বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
ত্রিপুরায় জাতীয় আইন বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যে খুব দ্রুত জাতীয় আইন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। শুক্রবার (১১ মার্চ) রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকের ত্রিপুরা সরকারের তথ্য এবং সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, বিশ্ব বিদ্যালয়ের বিভিন্ন খরচের জন্য বাৎসরিক ৫০ কোটি টাকা ধার্য করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে থাকবেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং উপাচার্য মনোনয়ন করবে বিশ্ববিদ্যালয়ের পরিচালন কমিটি। প্রথম পাঁচ বছর বিশ্ববিদ্যালয়টি সরকারি অনুদান পরিচালিত হবে, এরপর বিশ্ববিদ্যালয় স্বরোজগার স্বয়ংসম্পূর্ণ ভাবে পরিচালিত হবে বলেও জানিয়েছেন তিনি।

এছাড়া রাজ্য সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরে ৪০০ জন সরকারি কর্মচারী, শিক্ষা দপ্তরে বিদ্যা প্রকল্পের জন্য ২০০ জন স্পেশাল এডুকেটর নিয়োগ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানান  তিনি।  

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।