ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনায় নিহত ৯

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনায় নিহত ৯ পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনায় নিহত ৯

কলকাতা: পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি-দোমহনির মধ্যে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে লাইনচ্যুত হয়েছে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। শেষ খবর অনুযায়ী, দুর্ঘটনার জেরে শিশু এবং মহিলাসহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে।

আহত ৩৬ জনের বেশি। তাদের হাসপাতালে চিকিৎসা চলছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৃহস্পতিবার দুর্ঘটনার পর থেকে রাতভর চলে উদ্ধারকাজ। সকালে উদ্ধারকাজ শেষ হয়েছে, চলছে লাইন পরিষ্কারের কাজ। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

রেলমন্ত্রী জানিয়েছেন, খুব দুর্ভাগ্যজনক ঘটনা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়। প্রধানমন্ত্রী পুরো ঘটনার খবর রাখছেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
ভিএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।