ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষক সংগঠনের সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষক সংগঠনের সংবাদ সম্মেলন দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষক সংগঠনের সংবাদ সম্মেলন। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): নিজেদের দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন।

শনিবার (২৪ জুলাই) আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক অজয় পালসহ অন্যান্য নেতা এবং সদস্যরা।

অজয় পাল সংগঠনের পক্ষে যে সব দাবি তুলে ধরেন- টেট টিচার রিক্রুটমেন্ট বোর্ড (টিআরবিটি) লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা শিক্ষকদের স্থায়ী বেতনের পরিবর্তে নিয়মিত বেতন দিতে হবে, নিযুক্তির দিন থেকেই তাদের নিয়মিত বেতন দিতে হবে। রাজ্যের শিক্ষার মানচিত্রে গুণগত শিক্ষার ব্যবস্থা করতে হবে। সমাজের শিক্ষকের মর্যাদা ও সম্মান তুলে ধরতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রবান্ধব পরিস্থিতি সৃষ্টি করতে হবে। শিক্ষকদের কাজের অবস্থার উন্নয়ন, জীবন যাত্রার মান উন্নয়ন, চাকরির নিরাপত্তা রক্ষা ইত্যাদির ব্যবস্থা করতে হবে।

অবিলম্বে যদি সরকার তাদেরকে নিয়মিত বেতন না দেন তাহলে আন্দোলনে যাবেন বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।