ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

৫ দফা দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জুন ১৮, ২০২১
৫ দফা দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি ৫ দফা দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): আগরতলায় ৫ দফা জরুরি দাবিকে সামনে রেখে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বামফ্রন্ট সমর্থিত সংগঠন সেন্টার ফর ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (সিআইটিইউ)।

শুক্রবার (১৮ জুন) আগরতলার অফিস লেন এলাকার সিআইটিইউর অফিসের সামনে বিক্ষোভ করেন তারা।

দাবিগুলির মধ্যে উল্লখযোগ্য হল- অবিলম্বে সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা, করোনার জন্য যেসব শ্রমিক পরিবার নিয়ে খাদ্য সংকটে রয়েছেন তাদেরকে দ্রুত সরকারি সহায়তার ব্যবস্থা করা, সরকার যদি শ্রমিকদের এই করুণ অবস্থায় কোনো পদক্ষেপ না নেয় তবে রাজ্যজুড়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

অফিস লেনে বিক্ষোভ কর্মসূচী শেষে একটি প্রতিনিধি দল সদর মহকুমা শাসকের অফিসে গিয়ে তাদের ৫ দফা দাবি সম্বলিত ডেপুটেশন তুলে দেন।  

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুন ১৭, ২০২১
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।