ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভঙ্গুর অর্থনীতি মন্দার দিকে ঠেলছে ভারতকে, মন্তব্য আরবিআই'র

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
ভঙ্গুর অর্থনীতি মন্দার দিকে ঠেলছে ভারতকে, মন্তব্য আরবিআই'র

কলকাতা: করোনাকালে অর্থনীতির বেহাল দশা ভারতকে নজিরবিহীন মন্দার দিকে ঠেলে দিচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ব্যাংকের আর্থিক নীতির দায়িত্বে থাকা ডেপুটি গভর্নর মাইকেল পাত্রের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

বিগত বছর থেকে ভারতের অর্থনীতি এমনিতেই বেহাল। এরপর লকডাউনের জেরে দেশজুড়ে বন্ধ অর্থনীতির চাকা। ফলে চলতি অর্থবছরেও দেশটির আর্থিক খাতে উন্নত হওয়ার সম্ভাবনা খুব কম।

পরিসংখানে দেখা যায়, লকডাউন থাকাকালীন চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিক জিডিপিতেও বড়সড় ধস নেমেছিল। দ্বিতীয় ত্রৈমাসিকেও জিডিপি সংকোচন হবে বলে মনে করছে আরবিআই। এছাড়া সংস্থাটির মতে ইতিহাসে এই প্রথমবার ভারতীয় অর্থনীতিকে মন্দা গ্রাস করতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতের স্ট্রাটেস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমিন্টেশন মন্ত্রণালয়ের এক পরিসংখানে বলা হয়েছে, চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে জিডিপির হার নেমে দাঁড়িয়েছে ২৩ দশমিক ৯ শতাংশে। সেই ধাক্কার রেশে চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি সংকোচন হতে পারে ৮ দশমিক ৬ শতাংশ। পরপর দু'বার বা তারও বেশি ত্রৈমাসিকে যখন জিডিপির হার পড়ে যায়, তখন তাকে অর্থনৈতিক মন্দা বলে ধরা হয়। সেই অনুযায়ী, দেশটিতে আর্থিক মন্দার সম্ভাবনা থাকছে।

এ বিষয়ে গতমাসে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছিলেন, করোনা ভাইরাসের জেরে জিডিপি বৃদ্ধিতে বাঁধাপ্রাপ্ত হয়েছে। ফলে চলতি অর্থবছরে ভারতের জিডিপি ৯ দশমিক ৫ শতাংশ কমে যাবে। তবে জিডিপি বৃদ্ধি পেলে আবার আগের অবস্থানে ফিরবে অর্থনীতি।

তার মতে, উৎসবের মৌসুমে অর্থনীতির চাকায় আশার আলো দেখা যাচ্ছে। ব্যবসা কমলেও ব্যয় সংকোচনের পথে হাঁটায় বিভিন্ন সংস্থার অপারেটিং লাভ বেড়েছে। ব্যাংকে নগদ টাকার পরিমাণ, গাড়ি বিক্রির পরিসংখ্যান অক্টোবর মাসে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। চলতি অর্থবছরে চতুর্থ ত্রৈমাসিকে ইতিবাচক অবস্থানে ফিরতে পারে ভারতের আর্থিক ক্ষেত্রের হার।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
ভিএস/এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।