ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতীয় সব সেনা ক্যান্টিনে পতঞ্জলির আমলা জুস নিষিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
ভারতীয় সব সেনা ক্যান্টিনে পতঞ্জলির আমলা জুস নিষিদ্ধ ভারতীয় সব সেনা ক্যান্টিনে পতঞ্জলির আমলা জুস নিষিদ্ধ-ছবি: বাংলানিউজ

কলকাতা: ভারতের সব সেনা ক্যান্টিনে যোগ গুরু বাবা রামদেবের সংস্থা পতঞ্জলির আমলা জুস বিক্রি নিষিদ্ধ করেছে ক্যান্টিন স্টোর্স ডিপার্টমেন্ট (সিএসডি)।

কলকাতার সেন্ট্রাল ফুড ল্যাবে খাদ্যের গুণমান পরীক্ষায় পতঞ্জলির ওই পণ্য ব্যর্থ হওয়ার পরেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিএসডি জানিয়েছে, কলকাতার ওই ল্যাবরেটরি প্রোডাক্টটি সম্পর্কে যে প্রতিবেদন দিয়েছে তা সন্তোষজনক নয়।

এজন্য ৩ এপ্রিল সব ডিপো থেকে পতঞ্জলি আমলা জুস ফিরিয়ে নেওয়ার জন্য একটি লিখিত নোটিশ দেওয়া হয়েছে।

কয়েক বছর হলো ভারতের বাজারে পতঞ্জলি তাদের বিভিন্ন পণ্য নিয়ে এসেছে। পণ্যগুলি ভারতের বাজারে যথেষ্ট জনপ্রিয়ও হয়েছে। তবে পতঞ্জলির পণ্য নিয়ে সমস্যা এই প্রথম নয়। এর আগেও পতঞ্জলির নুডুলস, সরিষার তেল, মধু ইত্যাদি নিয়ে অন্য কোম্পানিগুলি অভিযোগ করেছিল।

পতঞ্জলি সরিষার তেল এবং মধুর বিজ্ঞাপন নিয়ে নিয়ামক সংস্থা ব্যবস্থা গ্রহণও করেছিল। আমলা জুস সেনা ক্যান্টিন থেকে বাতিল হয়ে যাওয়া এ কোম্পানির কাছে একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

তবে সেনা ক্যান্টিন থেকে বাতিল হওয়ার পরেই পতঞ্জলি আয়ুর্বেদের থেকে পাল্টা যুক্তি দেওয়া হয়েছে।

তারা দাবি করেছে আমলা জুস ওষুধ, কোনো খাবার নয়। তাই খাদ্য পণ্য নিয়ামক সংস্থা এ পণ্যের পরীক্ষা করতে পারে না। তাদের পক্ষ থেকে সেনা বাহিনীর ক্যান্টিনে আমলা জুস ফিরিয়ে আনার অনুরোধ করা হয়েছে।

যদিও সেনা বাহিনীর পক্ষ থেকে পতঞ্জলির অনুরোধের বিষয়ে এখনও পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এসএস/এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।