ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বামদের হরতালে কলকাতায় জনজীবন স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
বামদের হরতালে কলকাতায় জনজীবন স্বাভাবিক ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর

নোট বাতিলের ঘটনায় জনগণের সমস্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গের ১৮টি বামদলের ডাকা হরতালে কোনো প্রভাব পড়েনি। 

কলকাতা: নোট বাতিলের ঘটনায় জনগণের সমস্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গের ১৮টি বামদলের ডাকা হরতালে কোনো প্রভাব পড়েনি।  

সোমবারের (২৮ নভেম্বর) ১২ ঘণ্টার এ হরতালে সকাল থেকেই কলকাতায় জনজীবন স্বাভাবিক রয়েছে।

অন্যান্য দিনের মতোই সড়কে চলাচল করছে সরকারি-বেসরকারি সব পরিবহন। সকাল থেকেই সবাই ছুটছেন কর্মস্থলে।

এদিকে হরতালের সমর্থনে উত্তর ও দক্ষিণ কলকাতায় মিছিল করেছে বাম দলগুলো। দক্ষিণ কলকাতায় যাদবপুর অঞ্চলে এক বিশাল মিছিলে নেতৃত্ব দেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীসহ বাম নেতারা।  

সুজন চক্রবর্তী বলেন, বিজেপি সরকারের নোট বাতিলের সিদ্ধান্তে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। সে কারণেই হরতালের পথে হাঁটতে হয়েছে বামদের।

শিয়ালদা এবং হাওড়া স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কলকাতার রাস্তায় যথেষ্ট সংখ্যায় চলছে ট্যাক্সি, বাস। মেট্রোরেল পরিষেবাও স্বাভাবিক বলে জানা গেছে। কলকাতা ও হাওড়ার মধ্যে স্বাভাবিক রয়েছে লঞ্চ চলাচল।

কলকাতার তথ্যপ্রযুক্তি কেন্দ্র সেক্টর ফাইভে কর্মকর্তাদের উপস্থিতি স্বাভাবিক বলে জানা গেছে। অন্যান্য সরকারি এবং বেসরকারি অফিসেও স্বাভাবিকভাবে কাজ চলছে। খোলা রয়েছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান।  

অন্যদিকে বেলা বাড়লে নোট বাতিলের বিরুদ্ধে পথে নামবে তৃণমূল কংগ্রেস। কলকাতায় এ মিছিলের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতে কলকাতায় যানবাহন চলাচলে সাময়িক সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।