ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বঙ্গবন্ধুকে নিয়ে অডিও অ্যালবাম প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
কলকাতায় বঙ্গবন্ধুকে নিয়ে অডিও অ্যালবাম প্রকাশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বঙ্গবন্ধুকে নিয়ে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও বাংলাদেশ বেতারের ডিরেক্টর কামাল আহমেদের ১৪তম অডিও অ্যালবাম প্রকাশ পেয়েছে।

মঙ্গলবার (১৬ই আগস্ট) কলকাতা প্রেসক্লাবে এ অ্যালবাম প্রকাশ পায়।

দেশে-বিদেশে রবীন্দ্র-নজরুল সঙ্গীত পরিবেশন করলেও, এই প্রথম বঙ্গবন্ধুকে নিয়ে একটি অ্যালবাম প্রকাশ করলেন তিনি।

কামাল আহমেদ বলেন, আমার অন্তরে রবীন্দ্র-নজরুল আছে। তাই আমার অন্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও বিরাজমান। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধুর নামে সম্পূর্ণ একটা অ্যালবাম উৎসর্গ করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।

‘১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারকে যেভাবে হত্যা করা হয়েছে তা পৃথিবীর কোনো বাঙালি ভুলতে পারবে না। তাই বঙ্গবন্ধুর জন্য নিবেদিত গান ও মহাকাব্যের কবি নামে একটি অ্যালবাম প্রকাশ করলাম। ’

অ্যালবামটি রাগা মিউজিক থেকে প্রকাশ পেয়েছে। ১২টি গান রয়েছে অ্যালবামটিতে। প্রতিটি গান বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে। গানগুলো লিখেছেন ফজলুল হক খান। অ্যালবামটিতে যে বিষয়গুলোর ওপর গান লেখা হয়েছে সেগুলো হলো- ১৫ আগস্টের ব্যথা, ০৭ মার্চের ভাষণ, ৫২, ৬৬, ৭১ নিয়ে এবং বঙ্গবন্ধুর ওপর শর্ট বায়োগ্রাফি।

অ্যালবাম প্রকাশের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শ্বেতা গুপ্ত রাগা মিউজিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), রানা দত্ত মিউজিক কম্পোজার কবিতা বসু, শিল্পী  কামাল আহমেদ, কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-হাইকমিশনের এইচওসি মইনুল কবীর ও প্রথম সচিব প্রেস মোফাকখারুল ইকবাল।

অনুষ্ঠানটি আয়োজনে সহায়তা করে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
ভিএস/ওএইচ/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।