ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় সহকারী হাইকমিশনে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
আগরতলায় সহকারী হাইকমিশনে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালন

আগরতলা: আগরতলায় অবস্থিত বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের উদ্যোগে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকালে প্রথমে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অফিস চত্বরে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করেন অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার শেখাওয়াত হোসেন।

এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত সবাই।

এ সময় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর বাণী পাঠ ও দিবস উপলক্ষে আলোচনা করা হয়। সব শেষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার শেখাওয়াত হোসেন, প্রথম সচিব মোহ‍াম্মদ মনিরুজ্জামান ছাড়াও অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের সবকর্মী সহ আগরতলার বেশ কয়েকজন বুদ্ধিজীবী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।