ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রোল অন-রোল অফ পদ্ধতিতে ত্রিপুরায় জ্বালানি তেল

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
রোল অন-রোল অফ পদ্ধতিতে ত্রিপুরায় জ্বালানি তেল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: রোল অন-রোল অফ পদ্ধতিতে ত্রিপুরার উত্তর জেলার চুরাইবাড়ী রেলওয়ে স্টেশনে জ্বালানি তেল ও গ্যাস এসে পৌঁছেছে।

রাষ্ট্রায়াত্ত জ্বালানি তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড থেকে শুক্রবার (১২ আগস্ট) দুপুরে আসামের গৌহাটি থেকে ভাঙা হয়ে জ্বালানি তেল ও গ্যাস বোঝাই ট্রেনের ট্যাংক লরিটি ত্রিপুরার চুরাইবাড়ী রেলওয়ে স্টেশনে পৌঁছায়।

একমাত্র জাতীয় সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় তীব্র জ্বালানি তেলের সঙ্কট দেখা দিলে সঙ্কট সমাধানে প্রথমবারের মতো এ পদ্ধতিতে তেল আন‍ার সিদ্ধান্ত নেয় ভারতের রেল মন্ত্রণালয়।

পরে অনুষ্ঠানিকভাবে ট্রেন থেকে জ্বালানি তেল ও গ্যাস নামানো হয়।

এসময় উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের খাদ্য দফতরের অধিকর্তা ড. দেবাশিষ বসু, ধর্মনগর মহকুমার এস ডি এম প্রদীপ আচার্য, ইন্ডিয়ান ওয়েল করপোরেশনের অধিকর্তা মোহন সিং প্রমুখ।

মোট ২১টি ট্যাংক লরিতে আনা হয় জ্বালানি তেল ও গ্যাস। দুইটি কারে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাস ও বাকিগুলোতে রয়েছে পেট্রোল, ডিজেল ও কেরোসিন।

আগামীতেও এ পদ্ধতিতে জ্বালানি তেল ও গ্যাস আনার পরিকল্পনা করছে রেল মন্ত্রণালয়ের।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
ওএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।