ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রয়াত সাহিত্যিক মহাশ্বেতা দেবীর স্মরণে আগরতলায় স্মরণসভা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
প্রয়াত সাহিত্যিক মহাশ্বেতা দেবীর স্মরণে আগরতলায় স্মরণসভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: সদ্য প্রয়াত সাহিত্যিক, সমাজসেবী মহাশ্বেতা দেবীর স্মরণে আগরতলায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

 

‘কবিতার খেয়া’ এবং ‘কুসুমিতা’ এ দুটি সাহিত্য পত্রিকার উদ্যোগে শুক্রবার (০৫ আগস্ট) সন্ধ্যায় আগরতলা প্রেসক্লাবে এ সভার অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, আগরতলার পুর-নিগমের মেয়র পারিষদ ফুলন ভট্টাচার্য, ত্রিপুরার বিশিষ্ট সাহিত্যিক সাবেক মন্ত্রী ড. ব্রজগোপাল রায়, অধ্যাপক আশিষ কুমার বৈদ্যসহ অন্যরা।

সভায় অতিথিরা মহাশ্বেতা দেবীর কর্ম-জীবন, সমাজসেবা ও জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৬
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।