ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দ্রুত এগোচ্ছে ভারত-বাংলাদেশ সীমান্তের বেড়া নির্মাণ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
দ্রুত এগোচ্ছে ভারত-বাংলাদেশ সীমান্তের বেড়া নির্মাণ ছবি: দীপু-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ২০১৯ সালের মার্চ মাসের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তের সব এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন হবে বলে জানিয়েছেন ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কিরেন রিজিজু।

 

মঙ্গলবার (২ আগস্ট) সংসদে এক প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।

   

প্রতিমন্ত্রী রিজিজু বলেন, দেশের যে অংশে এখনো কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়নি, ওইসব এলাকায় আগামী তিন বছরের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সূত্রের খবর, ত্রিপুরা সীমান্তে কাঁটাতারের বেড়ার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

একই সঙ্গে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় আরও ৫০টি নতুন বিওপি স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৬
এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।