ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে সেনা বিমান সুদানে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে সেনা বিমান সুদানে

কলকাতা: যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করার জন্য অপারেশন ‘সংকট মোচন’ শুরু করল ভারত। সুদানে আটকে পড়া অন্তত ৫০০ ভারতীয়কে উদ্ধার করতে দু’টি সি-১৭ সেনাবাহিনীর পণ্যবাহী বিমান এরইমধ্যে দক্ষিণ সুদানে পাঠানো হয়েছে।

ভারতের পররাষ্ট্র অধিদফতরের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিংয়ের সঙ্গে বিদেশ মন্ত্রকের সচিব অমর সিনহা ও যুগ্মসচিব সৎবীর সিং গোটা অপারেশনের নেতৃত্ব দিচ্ছেন।  

জানা গেছে, দক্ষিণ সুদানে ভারতের রাষ্ট্রদূত শ্রীকুমার মেনন এবং তার সহযোগীরা সুদান থেকে এ বিশেষ সাহায্য করছেন।

গোটা বিষয়টি তদারকি করতে ইতিমধ্যেই সাউথ সুদান পাড়ি দিয়েছেন ভারতের পররাষ্ট্র অধিদপ্তরের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিং।

৭ জুলাই থেকে দক্ষিণ সুদানের রাজধানী জুবা ও তার সংলগ্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে দেশটির দু’পক্ষের সেনার মধ্যে যুদ্ধ চলছে। এর ফলে সেখানে আটকে পড়েছে বেশ কিছু ভারতীয় নাগরিক। আশা করা হচ্ছে এ অভিযানের মাধ্যমে তাদের সবাইকে উদ্ধার করা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জুলাই১৪, ২০১৬
ভি.এস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।