ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ঈদ উপলক্ষে ত্রিপুরায় বস্ত্র বিতরণ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জুলাই ৪, ২০১৬
ঈদ উপলক্ষে ত্রিপুরায় বস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ঈদ উপলক্ষে ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়া বাজারে গরিব ও দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।

 

ত্রিপুরা মরকুজ জমিয়ত উলামায়ে হিন্দ, ত্রিপুরা জমিয়ত উলামায়ে হিন্দ এবং ত্রিপুরা এরাবিক এডুকেটেড ফোরামের উদ্যোগে প্রায় পাঁচশ গরিব ও দুস্থদের মধ্যে রোববার (০৩ জুলাই) এ বস্ত্র বিতরণ করা হয়।



সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের হল ঘরে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতর ভাইস চেয়ারম্যান আবু তাহের, ত্রিপুরা জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি আব্দুল মমিনসহ অনেকে।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৬
এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।