ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় বিএসএফ’র গুলিতে পাচারকারী নিহত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, জুলাই ৩, ২০১৬
ত্রিপুরায় বিএসএফ’র গুলিতে পাচারকারী নিহত

আগরতলা: ত্রিপুরার সিপাহীজলা জেলার যাত্রাপুর থানাধীন নিদয়া এলাকার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে এক পাচারকারী নিহত হয়েছে।

শনিবার (২ জুলাই) সন্ধ্যা নাগাদ সিপাহীজলা জেলার পশ্চিম নিদয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, নিউ নিদয়া বর্ডার আউট পোষ্ট’র ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ১৪৫নং ব্যাটালিয়ন’র জওয়ানরা পাহারা দিচ্ছিলেন। এ সময় কয়েক জন ব্যাক্তিকে পাচারে বাধা দেয় বিএসএফ। পরে পাচারকারীরা বিএসএফ’র ওপর পাল্টা আক্রমণ করে। তখন বাধ্য হয়ে গুলি ছুড়েলে এক পাচারকারীর মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এই ঘটনায় নিদয়া সীমান্ত এলাকায় প্রচুর সংখ্যায় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৬
এনএইচএস/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।