ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ৬৭তম বন মহোৎসব ১৫ জুলাই

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জুলাই ১, ২০১৬
ত্রিপুরায় ৬৭তম বন মহোৎসব ১৫ জুলাই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা রাজ্য ভিত্তিক ৬৭তম বন মহোৎসব শুরু হচ্ছে আগামী ১৫ জুলাই। রাজ্যের সিপাহীজলা জেলার কাঁঠালিয়া এলাকায় এ উৎসব হবে।

 

স্থানীয় বড় নারায়ণ স্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।

এছাড়া উপস্থিত থাকবেন-রাজ্যের বন দফতরের মন্ত্রী নরেশ জমাতিয়া, যুব ও ক্রীড়া বিষয়ক দফতরের মন্ত্রী শহিদ চৌধুরী, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দফতরের মন্ত্রী বিজিতা নাথ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ০১, ২০১৬।  
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।