ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে ২৪ঘণ্টাই খোলা শপিং মল-সিনেমা হল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
ভারতে ২৪ঘণ্টাই খোলা শপিং মল-সিনেমা হল

কলকাতা: এবার ভারতে ২৪ ঘণ্টাই খোলা থাকবে দোকান, শপিং মল কিংবা সিনেমা হল।

বুধবার (২৯ জুন) এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

তিনি বলেন, ‘এবার থেকে যে কোনো বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠান বা মালিক চাইলে ৩৬৫ দিন ২৪ ঘণ্টাই খুলে রাখতে পারবেন দোকান বা শপিং মল অথবা সিনেমা হল। ’

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় ‘দ্য মডেল শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট বিল‘ পাস হওয়ার পর এমনটাই জানান অর্থমন্ত্রী।

এতে দেশের আর্থিক উন্নতি আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করেন অরুণ জেটলি।

বাংলাদেশ সময়: ০২১৪ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
ভিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।