ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা সফরে ভারত সকারের গৃহ মন্ত্রণালয়ের সচিব সুশীল

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
ত্রিপুরা সফরে ভারত সকারের গৃহ মন্ত্রণালয়ের সচিব সুশীল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: তিন দিনের ত্রিপুরা সফরে এসেছেন ভারত সকারের গৃহ মন্ত্রণালয়ের সচিব সুশীল কুমার।

শুক্রবার (২৪ জুন) তিনি আগরতলা এসে পৌঁছান ও মহাকরণে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন।

রাতে তিনি আগরতলা-আখাউড়া আইসিপি ঘুরে দেখেন।

বৈঠকে উপস্থিত ছিলেন- ত্রিপুরার মুখ্য সচিব ওয়াই পি সিং, ত্রিপুরা পুলিশের ডিজি কে নাগরাজ, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ), সীমান্ত এলাকার রাস্তা নির্মাণ সংস্থা (বিআরও) কর্মকর্তাসহ রাজ্যের আট জেলার জেলা প্রশাসক।

সচিব সুশীল কুমার শনিবার (২৫ জুন) রাজ্যের দক্ষিণ জেলার অন্তর্গত বিলোনিয়া ও সাব্রুম সীমান্ত এলাকা পরিদর্শনে যান। ২৬ জুন (রোববার) সিপাহীজলা জেলার সোনামুড়া সীমান্ত এলাকা পরিদর্শন করে তিনি রাজ্য ত্যাগ করার কতা রয়েছে।

সীমান্তে কাঁটাতারের বেড়ার বিষয়ে আলোচনা করতে তার ত্রিপুরা সফর বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
জিসিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।