ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর তিনটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর তিনটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার শুক্রবার (২৪ জুন) পশ্চিম জেলার তিনটি নির্মাণাধীন উন্নয়ন কাজের প্রকল্প পরিদর্শন করেন।

 

মুখ্যমন্ত্রী প্রথমে রাজধানীর পার্শ্ববর্তী সিদ্ধিআশ্রম এলাকায় নির্মাণাধীন বিজ্ঞান গ্রাম পরিদর্শন করেন।

এ সময় তিনি কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে খুঁটিনাটি তথ্য জেনে নেন।

বিজ্ঞান গ্রাম থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী চলে যান বাধারঘাট এলাকার নির্মাণাধীন দশরথদেব স্পোর্টস কমপ্লেক্সে। সেখানেও তিনি নির্মাণ কাজ খতিয়ে দেখেন।

সবশেষে মুখ্যমন্ত্রী যান নাগিছড়া এলাকায় ত্রিপুরা সরকার পরিচালিত নির্মাণাধীন হোটেল ম্যানেজমেন্ট কলেজের কাজ পরিদর্শনে।

উন্নয়ন প্রকল্পগুলোর পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দফতরের মন্ত্রী বিজিতা নাথ, রাজ্য পূর্ত দফতরের মন্ত্রী বাদল চৌধুরী, রাজ্যের মুখ্য সচিব ওয়াই পি সিং, পর্যটন দফতরের মন্ত্রী রতন ভৌমিকসহ অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
জিসিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।